বিশ্বজুড়ে
ব্রিটেনে আজ ‘টিকা উৎসব’

অপেক্ষার অবসান ঘটিয়ে নাগরিকদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু করেছে ব্রিটেন। আর এতে প্রথম ব্যক্তি হিসেবে ৯০ বছরের এক বৃদ্ধাকে দিয়ে শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ট্রায়ালের শর্তের বাইরে এই প্রথম ফাইজার/বায়োএনটেকের টিকা নিলেন তিনি। দেশটি এই দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে ঘোষণা করেছে।
টিকা দেয়ার আগে ব্রিটেনে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। জনসন বলে দিয়েছেন, ভ্যাকসিন কারো জন্য বাধ্যতামূলক নয়। তবে সবার নেয়া উচিত। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, শুরুতে ৮০ বছরের বেশি বয়সী নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিচ্ছে ব্রিটেন। মোট ৭০টি হাসপাতালে ভ্যাকসিন দেয়া হবে। গত সপ্তাহে দেশটি ফাইজার-বায়োএনটেকের তৈরি একটি ভ্যাকসিন অনুমোদন দেয়।
চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এই রোগে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মহামারী প্রতিরোধের জন্য পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ব্রিটিশরাই ভ্যাকসিন নেয়া শুরু করল।