খেলাধুলা
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চার নম্বরে সাকিব

নিষিদ্ধ হওয়ার সময় আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চার নম্বরে আছেন বাংলাদেশের অলরাউন্ডার।
নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শেষে অলরাউন্ডারদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেখানে সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩৬৬।
এর আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পরপরই মাঠের লড়াইয়ে নামার আগে ওয়ানডের অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের প্রথম হালনাগাদেও ফেরেন আগের দ্বিতীয় অবস্থানে থেকে।