খেলাধুলা
কাতারের আক্রমণে ৫-০ গোলে হারল বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। আশা ছিল অন্তত সাধ্য মতো লড়াই করবে সফরকারীরা। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি জেমি ডে’র শিষ্যরা। প্রথম লেগে ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই কাতারের বিপক্ষে ভালো খেলেও ২-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।
দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ফিরতি লেগে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয় কাতারের ০-২ গোলের অগ্রগামিতায়। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে কাতার এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে।