প্রযুক্তি
গুগলের ‘কর্ম জবস’ দেবে চাকরির সন্ধান

করোনা কালে সবচেয়ে বেশি লোকেরা চাকরি হারিয়েছেন। অনেক সংস্থাকে তারাবদ্ধ করে, আবার অনেক লোকেদের চাকরি হারানোরও বড় কারন হল এই মন্দা। পুরোনো চাকরি খুইয়ে নতুন চাকরির সন্ধান অনেকেই। এমন পরিস্থিতিতে লোকেরা অন্য কাজের সন্ধানে ওয়েবসাইট এবং ইন্টারনেটের সাহায্য় নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গুগল (Google) একটি নতুন চাকরির অ্যাপ ‘কর্ম জবস’ (Kormo Jobs চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের ফোনে চাকরি দেবে। মূলত ভারতীয়দের চাকরির জন্য চাকরির সন্ধান দিতে গুগল এই নতুন অ্যাপটি লঞ্চ হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যেই গুগল পে মারফত চাকরি সন্ধানীদের জন্য বিভিন্ন সুযোগ হাতের কাছে এনে দিয়েছিল সংস্থাটি। এবার ‘কর্ম জবস’ অ্যাপেই থাকবে ব্যবসা, বাণিজ্য এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত চাকরির সন্ধান।
এর আগে এই অ্যাপটি ২০১৮ সালে বাংলাদেশে এবং ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় চালু করা হয়েছে। গুগল গত বছর এই অ্যাপটি চালু করেছে। ২০১৯ সাল পর্যন্ত গুগল প্লে স্টোরে এই অ্যাপটি ‘স্পট’ নামে উপলব্ধ ছিল। তবে Google এখন এই অ্যাপটিকে নতুন নাম এবং ফিচার সহ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে একটি জায়গাতেই নিজেদের পছন্দমতো চাকরির খোঁজ পেয়ে যেতে পারেন চাকুরীপ্রার্থীরা।