শিল্প ও সাহিত্য
সারাদেশে ২৪ ফেব্রুয়ারি বইয়ের দোকান বন্ধের ঘোষণা
প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবিতে আগামী ২৪ ফেব্রুয়ারি সারাদেশে বইয়ের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ -এর কয়েকটি ধারা-উপধারা কিছু সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলনে আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতিসহ ১২টি সংগঠন বইয়ের দোকান বন্ধের ঘোষণা দেয়।
ওইদিন দোকান বন্ধ রেখে মানববন্ধন করবে সংশ্লিষ্ট সংগঠনগুলো। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মির্জা আলী আশরাফ কাশেম, পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল, কাজী শাহ আলম, শামসুল ইসলাম বাহার, নিরুপ সাহা নিরু, আনোয়ারুল ইসলাম প্রমুখ।